Logo
Logo
×

সারাদেশ

দেড় লাখ ইয়াবাসহ গ্রেফতার ৪

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:০৬ পিএম

দেড় লাখ ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজার টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।  রোববার (২০ জুলাই) বিকালে উপজেলার সদর ইউনিয়নের তুলাতলী ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুস সালাম (৩৩), একই এলাকার মৃত ফরিদ আলমের ছেলে মো. আব্দুল্লাহ (৩৫), মৃত আহাম্মদ হোসেনের ছেলে মো. নজরুল ইসলাম কালু (৩৪) ও মৃত অলি আহাম্মদের ছেলে মো. সামছুল আলম (৫২)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃতরা সবাই মাদক কারবারি। 

সোমবার দুপুরে কক্সবাজার র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন খবরে তুলাতলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়।  ঘাটে থাকা সুলতান আহাম্মদের ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের নৌকা থেকে দেড় লাখ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোনসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় কৌশলে আরও তিন মাদক কারবারি পালিয়ে যায়।

জব্দকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম