Logo
Logo
×

সারাদেশ

‘জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি’

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম

‘জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি’

জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন রিফাত রশিদ। ছবি: যুগান্তর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেছেন, জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের মুলা হয়ে গেছে। এ মুলা ঝুলিয়ে ঝুলিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আমাদের মুলা বুঝ দেওয়া হচ্ছে। শহীদের রক্ত ও আহতদের অঙ্গহানির সঙ্গে বেইমানি করা হচ্ছে।

সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে তিনি এসব কথা বলেন। আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনূসকে বলতে চাই সমস্ত স্টেকহোল্ডারদের নিয়ে অবিলম্বে বসুন। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ চাচ্ছে কী চাচ্ছে না এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহীদ পরিবার ও আহতরা জুলাই সনদ চাচ্ছে কী চাচ্ছে না। সবচেয়ে বেশি ত্যাগ যাদের রয়েছে তাদের হাত ধরে অবিলম্বে জুলাই সনদ জারি করতে হবে।

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহদী হাসানের পরিচালনায় এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন

রিফাত রশিদ বলেন, ড. মোহাম্মদ ইউনূস বলি, আসিফ নজরুল বলি কিংবা উপদেষ্টাতে বসা ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ বা মাহফুজ আব্দুল্লাহ মিলে আপনারা কেউই পার পাবেন না। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে।

তিনি বলেন, জুলাইয়ের মধ্যে এ সনদ ঘোষণা করা হবে বলা হয়েছিল। অথচ এখন পর্যন্ত স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো ধরনের কথা বলা হয়নি।

তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারের গতি দেখলে কচ্ছপও লজ্জা পায়। সারা দেশে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে অবিলম্বে এর বিচারকে দৃশ্যমান করতে হবে। এ বিচারকে দৃশ্যমান না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আর কোনো গতি নেই, আর কোনো জায়গা নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম