Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:১৬ পিএম

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মো. শামীম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। একই দিন সকালে জামপুর ইউনিয়নের কাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শামীম আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে শামীম তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে উত্তর কাজীপাড়া গ্রামে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালান। এতে বাধা দিলে তারা তাকে কলম দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালান। পরে ভুক্তভোগীর চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এলে শামীম ও তার সহযোগী পালিয়ে যায়। আহত প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ভুক্তভোগীর শ্বশুর জানান, শনিবার মধ্যরাতে শামীম তার এক সহযোগীকে নিয়ে তার প্রবাসী ছেলের বৌয়ের ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় শামীম তার শরীরের বিভিন্ন স্থানে কলম দিয়ে আঘাত করে জখম করেছে। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেন।

ভুক্তভোগীর দেবর জানান, শামীমকে গ্রেফতারের পর আমাদের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। অব্যাহত হুমকির কারণে আমাদের পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম