লাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কাশেম রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় বলাকা ট্রেনটি কাছে চলে আসে। দ্রুতগামী ট্রেনটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
শ্রীপুর স্টেশনের কর্মরত মাস্টার শামিমা জাহান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
