Logo
Logo
×

সারাদেশ

মাইলস্টোনের শিক্ষার্থী সায়ানের মৃত্যু, লক্ষ্মীপুরের বাড়িতে শোকের মাতম

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০২:৫৭ পিএম

মাইলস্টোনের শিক্ষার্থী সায়ানের মৃত্যু, লক্ষ্মীপুরের বাড়িতে শোকের মাতম

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফ (১৪)। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সায়ানের লাশ লক্ষ্মীপুরের সদর উপজেলার বশিকপুরের গ্রামের বাড়িতে আনা হয়। বেলা ৩টায় বশিকপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে সায়ানের মরদেহ দাফন করা হবে।

নিহত সায়ান বশিকপুর গ্রামের পাল বাড়ির সন্তান। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা উত্তরা ১০ নাম্বার সেক্টরে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

এদিকে সায়ানের শোকে তার দাদী কামরুন নাহার ও মাসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। চেষ্টা করেও কেউ তাদের কান্না কেউ থামাতে পারছেন না। শেষবারের মতো তাকে দেখতে আশপাশের মানুষ ও স্বজনরা বাড়িতে এসে ভিড় করছেন। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

গতকাল (২১ জুলাই) দুপুর ১টার পর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল, যাদের বেশির ভাগই হতাহত হয়েছে। এ তালিকায় ছিল সায়ান। তাকে উদ্ধার করে নেওয়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যায় এ কিশোর।

উল্লেখ্য, একই ঘটনায় সদর উপজেলার পার্বতীনগর  ইউনিয়ন সোনাপুর গ্রামের রহিমবক্স হাজী বাড়ির আব্দুস সামাদের ছেলে আফনান ফায়াজও মারা যায়। তাকে সকালে ঢাকায় দাফন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। আফনানও সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

 

 

ঘটনাপ্রবাহ: উত্তরায় বিমান বিধ্বস্ত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম