Logo
Logo
×

সারাদেশ

কৃষি অফিসে আয়েশি জীবন যাপন করা সেই কর্মকর্তার বদলি, কৃষকদের উচ্ছ্বাস

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম

কৃষি অফিসে আয়েশি জীবন যাপন করা সেই কর্মকর্তার বদলি, কৃষকদের উচ্ছ্বাস

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির নিউজ প্রকাশের ২ মাস পর বদলি করেছে কর্তৃপক্ষ। তাকে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মুরাদুল হাসান ওই কর্মকর্তাকে বদলির বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে উপজেলা অধিকাংশ কৃষকদের মাঝে বইছে আনন্দ উচ্ছ্বাস। 

ছয়গাঁও গ্রামের কৃষক মুখলেছুর রহমান সরদার বলেন, কৃষি অফিসার ফাতেমা ইসলাম আওয়ামী লীগের আমলে অনেক অনিয়ম করেছেন। আমরা কোনো সময় একটা ধানের বীজও পাইনি। এই কর্মকর্তার বদলির খবর শুনে আমরা আনন্দিত।

জানা যায়, ২০২০ সালে ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় ৬ বছর টানা এ উপজেলাতে চাকরি করে কৃষকদের সঙ্গে প্রদর্শনীর বিতরণে প্রতারণা করেন। এখানে আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশেষ বরাদ্দ এনে সরকারের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি। কৃষকদের সার বীজ বিতরণে অনিয়ম পরিলক্ষিত। 

এর আগে ১২ মে ‘কৃষি অফিসেই আয়েশি বসবাস’ এবং ২৪ জুন ‘ভেদরগঞ্জ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে প্রদর্শনীর টাকা নয়ছয়ের অভিযোগ’ শিরোনামে দুটি নিউজ প্রকাশিত হয় যুগান্তর পত্রিকায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়েনি। সোমবার এক কর্মকর্তাকে এ বিষয়ে প্রশ্নের পরে মঙ্গলবার সকালে বদলির বিষয়টি নিশ্চিত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম