Logo
Logo
×

সারাদেশ

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে আবু বক্কার (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কার একই গ্রামের হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আবু বক্কার তার মুরগি বিক্রির বকেয়া টাকা চাইতে যান একই এলাকার নির্মল কুমারের বাড়িতে। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে আবু বক্কার গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও আবু বক্কারের স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একই গ্রামের নির্মল কুমার সরকার (৪৫) ও তার স্ত্রী সরস্বতী সরকারকে (৪০) মারধর করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে আবু বক্কারের প্রতিবেশী মিলন হোসেন বলেন, আবু বক্কার সম্পর্কে আমার দাদা হন। ঘটনার সময় আমি বাজারে ছিলাম। মারধরের কথা জানতে পেরে বাড়ি গিয়ে দেখি দাদা বেশ অসুস্থ। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, বাকি টাকা আদায় করতে গিয়ে দেনাদারের লাঠির আঘাতে আবু বক্কার নামে এক ব্যক্তি মারা গেছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্যে নির্মল কুমার ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম