Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে যমুনা গ্রুপ চেয়ারম্যানের স্মরণে দোয়া

Icon

ধামরাই (ঢাকা) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম

ধামরাইয়ে যমুনা গ্রুপ চেয়ারম্যানের স্মরণে দোয়া

ছবি:যুগান্তর

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্মরণসভা, পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ধামরাইয়ের আমতায় প্রতিনিধির বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই (ঢাকা) দক্ষিণ প্রতিনিধি সাজাহান সরকারের সভাপতিত্বে আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন- সেনা কর্মকর্তা (অব.) জসিমউদ্দিন, চেয়ারম্যান আব্দুল আলিম, হাবিবুর রহমান, আ. কাদের, বাচ্চু মিয়া প্রমুখ।

প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুন নূর মসজিদের ইমাম মৌলানা আব্দুল কাউয়ুম। পরে মাহফিলে উপস্থিতি সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একজন দেশপ্রেমিক শিল্পপতি ছিলেন। তিনি দেশকে ভালোবেসে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। সফল শিল্পোদ্যোক্তা ও একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি লাখো মানুষের কর্মসংস্থান করে গেছেন।

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুথানে তার প্রতিষ্ঠিত যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকা সাহসী সংবাদ প্রকাশ করে জাতির অন্তরে স্থান করে নিয়েছে। কৃতকর্মেই নুরুল ইসলাম মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল। তার সততা, দেশপ্রেম, সাহসিকতা ও কর্মদক্ষতা সমগ্র দেশবাসীর জন্য পাথেয় হয়ে থাকবে। 

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম