Logo
Logo
×

সারাদেশ

দোয়ারাবাজার সীমান্তে দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম

দোয়ারাবাজার সীমান্তে দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে সিরাজ মিয়া (৫০) ও আলিম উদ্দিন (২৫) নামে দুই বাংলাদেশি বারকি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা পার্শ্ববর্তী ছাতক উপজেলার বাসিন্দা। 

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৪১ এইচএসের ভারত অভ্যন্তরে চেলা নদীতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৪১ এইচএসের ভারত অংশে চেলা নদী হতে বালি তোলার সময় বিএসএফ দুই বারকি শ্রমিককে ধরে চেলা বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি সিলেট ৪৮ বিজিবির আওতাধীন।

সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, চেলা নদীতে চোরাইভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুই বারকি শ্রমিক ভারতের অভ্যন্তরে চলে যায়। এ সময় বিএসএফের বাধা উপেক্ষা করে বেশ কয়েকজন শ্রমিক উল্টো বিএসএফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এরপর বিএসএফ ওই দুজনকে ধরে নিয়ে যায়। পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে তাদের আনার চেষ্টা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম