Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইদহে চাতাল শ্রমিকের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম

ঝিনাইদহে চাতাল শ্রমিকের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

ঝিনাইদহ সদর উপজেলা ডাকবাংলা বাজারের একটি চাতাল থেকে নিসার আলী নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃতের পরিবারের অভিযোগ নির্যাতনের পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে।

নিসার আলী যশোর চৌগাছা উপজেলার কান্দি গ্রামের সোনা মণ্ডলের ছেলে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি সদর উপজেলা ডাকবাংলা বাজারের মেসার্স সরকার ইন্টারপ্রাইজ নামের একটি চাতালে সপরিবারে শ্রমিকের কাজ করে আসছিল। ওই চাতালের মালিক স্থানীয় শরিফুল ইসলাম।

পুলিশ আরও জানায়, সোমবার বিকালে কালীগঞ্জ উপজেলার তালেশর এলাকা থেকে নিসার আলীসহ পরিবারের লোকজনকে ধরে আনে চাতাল মালিক ও তার লোকজন। এরপর রাতে চাতালের একটি দ্বিতল ভবনে আটকে রাখা হয় তাদের। সকালে তার (নিসার আলী) মরদেহ পাওয়া যায় সদর হাসপাতালের লাশ ঘরে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়াসহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন হাসপাতালে ছুটে আসেন। সেখানে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে নিহতের দ্বিতীয় স্ত্রী দিপালী খাতুন অভিযোগ করেন, ডাকবাংলা বাজারের মেসার্স সরকার এন্টারপ্রাইজ মালিক শরিফুল ইসলামসহ দুইজনের কাছ থেকে চাতালে কাজ করা বাবদ দুই লাখ ৭০ হাজার টাকা অগ্রিম নেয় নিসার আলী। ওই টাকা আদায়ের জন্য সোমবার (২১ জুলাই) কালীগঞ্জ উপজেলার তালেশর গ্রাম থেকে সপরিবারে তুলে আনা হয় তাদের। রাতে আটকে রাখা হয় চাতালের দ্বিতল একটি ঘরে। সেখানে টাকা আদায়ের জন্য নির্মমভাবে নির্যাতন করা হয়। মঙ্গলবার সকালে নিসার আলী স্ট্রোক করেছে বলে প্রচার করা হয়।  

দিপালী খাতুন আরও অভিযোগ করেন, শরিফুলসহ তিনজন নির্যাতন করে তার স্বামীকে হত্যা করেছেন।

অপরদিকে অভিযুক্ত শরিফুলের সহযোগী অন্য একটি চাতাল মালিক আমিরুল ইসলাম জানান, পাওনা টাকা আদায়ের জন্য সোমবার বিকালে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিসার আলী ও তার স্ত্রী দিপালীসহ পরিবারের লোকজনকে ডাকবাংলা বাজারে নিয়ে আসা হয়। এরপর রাতে থাকতে দেওয়া হয় চাতালের একটি ঘরে দ্বিতীয়তলায়। সকালে (মঙ্গলবার) ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নিসার।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জড়িতরা। জড়িত শরিফুল ও তার সহযোগী অমিরুল অঢেল টাকার মালিক। টাকার বিনিময়ে লাশের দফা-রফার করার চেষ্টা চলছে বলে বিশেষ একটি সূত্র নিশ্চিত করেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফারজানা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে নিসার আলী স্ট্রোক করেছেন বলে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় অনেক আগেই মৃত্যু হয়েছে তার (নিসার আলী)।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম