প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়স এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত চা দোকানী মো. শাহিনকে (৫৩) আটক করেছে পুলিশ।
অভিযুক্ত শাহিন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের
লেদু মিয়ার ছেলে। পাতাছড়া বাজারের কার চায়ের দোকান রয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নাকাপা বাজারে ধর্ষণের ঘটনাটি ঘটে। আর রাতে
ভুক্তভোগী শিশুকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম
মেডিকেলে পাঠানো হয়।
ভুক্তভোগীর শিশুর বাবা বলেন, ‘বিকালে তার স্ত্রী ও শাশুড়ি মেয়ের শরীরে
রক্ত দেখে জানতে চাইলে ঘটনাটি প্রকাশ পায়। পরে মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যান তারা। ’
তিনি আরও বলেন, ‘প্রতিদিনের ন্যায় মঙ্গলবার মেয়ে মাদ্রাসায় যায়। মাদ্রাসা
ছুটি শেষে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল সে। তারা নাকাপা বাজারে পৌঁছালে মেয়েকে ডাক দেয়
চা দোকানী শাহিন মিয়া। খাবারের লোভ দেখিয়ে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মোটরসাইকেলে
করে মেয়েকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকসানা আক্তার বলেন,
‘শিশুটির অবস্থা গুরুতর, তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার
জন্যে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।’
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে
তিনি। শিশুর বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
