স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতে খুন হলেন গৃহবধূ
যশোর ব্যুরো
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যশোর সদর উপজেলায় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন শারমীন (৩৫) নামের এক গৃহবধূ। সংশ্লিষ্টরা বলছেন, হাঁসুয়া নিয়ে শারমীনের জামাইকে মারতে উদ্যত হন শারমীনের ভাই। তখন ভাইকে থামাতে গেলে হাঁসুয়ায় আঘাতপ্রাপ্ত হন এ গৃহবধূ। আর এতেই প্রাণ যায় তার।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সুজলপুর গ্রামে এ ঘটনাটি
ঘটে।
নিহত শারমীনের স্বামীর নাম শিমুল হোসেন, তিনি পেশায় রিকশাচালক। তারা
সুজলপুর গ্রামে জনৈক শাহারুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
নিহতের স্বামী শিমুল হোসেন জানান, তার স্ত্রী শারমীন বড় ভাই খোকন মোল্লার
স্ত্রীর কাছে দুই হাজার টাকা পেতো। বুধবার সকালে টাকা চাইতে গেলে ভাবির সঙ্গে তার স্ত্রীর
বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। ওই সময় খোকনের
মেয়ে মিম্মি সেখানে গেলে তাকে সরিয়ে দেন শিমুল। এরপর মেয়েটি ঘরে থাকা তার বাবা খোকনকে
বিষয়টি জানায়। তখন খোকন মোল্লা ঘর থেকে একটি হাঁসুয়া এনে শিমুলকে মারতে উদ্যত হন। আর
ঠেকাতে গিয়ে ঘাড়ের বামপাশে আঘাতপ্রাপ্ত হন শারমীন। এতে তিনি লুটিয়ে পড়েন। পরে আত্মীয়স্বজন
ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, ‘বেলা সাড়ে ১১টার
দিকে শারমীনকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে
তার মৃত্যু হতে পারে।’
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে। পাওনা টাকা নিয়ে এ ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামি আটকের চেষ্টা
করা হচ্ছে।
