জমি নিয়ে বিরোধ, দুপক্ষের সংঘর্ষে নিহত যুবক
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৪:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে কবির উদ্দিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির ওই গ্রামের নুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, স্থানীয় সোনাপুর গ্রামের তেরা মিয়ার ছেলে সিকন্দর আলী ও নুর আলীর ছেলে কবির উদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। এরই জেরে বুধবার দুপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কবির উদ্দিন নামে এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, আমি ঘটনাস্থলে আছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
