দেওয়ানগঞ্জে হিজাবে ঝুলে শিক্ষার্থীর আত্মহত্যা
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেওয়ানগঞ্জে নিজের হিজাব গলায় পেঁচিয়ে ঘরের ধন্নায় ঝুলে আত্মহত্যা করেছে ৮ম শ্রেণির শিক্ষার্থী ইস্মিতা জাহান জুথি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দেওয়ানগঞ্জের পৌর এলাকা দেওয়ানগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কোয়ার্টারে।
বুধবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ইস্মিতা জাহান জুথি দেওয়ানগঞ্জ সীমান্তবর্তী এলাকা ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর গ্রামের বুলবুল আহমেদের মেয়ে। সে ওই এলাকার কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
জানা যায়, শিক্ষার্থীর মা নাছরিন জাহান সুমির সঙ্গে বিয়ে হয় বুলবুল আহমেদের। ওই ঘরের সন্তান জুথি। পরবর্তীতে জুথির মায়ের বিয়ে হয় দক্ষিণ সাপমারী গ্রামের মোশারফের সঙ্গে। মোশারফ চাকরি করেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে। ওই কোয়ার্টারেই বসবাস করেন সুমি-মোশারফ দম্পতি।
স্থানীয় লোকজন জানান, জুথি নিজ পিতার সঙ্গে বিন্দুর চরে থাকত এবং ওই এলাকার কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। মাঝে-মধ্যে মায়ের সঙ্গে থাকতেন সরকারি কোয়ার্টারে। এক মা ও পিতা এবং সৎপিতা নিয়ে মায়ের সঙ্গে অভিমান ছিল। এ কারণে সে আত্মহত্যা করেছে।
শিক্ষার্থীর মা যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায় জুথি। কিছু সময় পর তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের ভেতর টর্চের আলোতে দেখা যায় জানালার গ্রিলের সঙ্গে জুথি তার ব্যবহৃত হিজাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আশপাশের লোকজনদের সহযোগিতায় ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থা থেকে জুথিকে নামিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান যুগান্তরকে জানান, শিক্ষার্থীর মায়ের দুই জায়গায় বিয়ে হয়। লাশের পায়ে ও থুঁতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
