Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জ কারাগারে ইউপি সদস্য বাবুল হোসেনের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:১১ পিএম

মানিকগঞ্জ কারাগারে ইউপি সদস্য বাবুল হোসেনের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (বাবুল মেম্বার) জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

নিহতের স্বজন মো. নজরুল ইসলামের দাবি- সুচিকিৎসা না পেয়ে মো. বাবুল হোসেনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুল হোসেন কারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সকালে হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাৎক্ষণিকভাবে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল  হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বাবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

ওসি আরও জানান, গড়পাড়ায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ মামলার আসামি ছিলেন তিনি। গত চার মাস ধরে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

মৃতের স্বজন নজরুল ইসলাম অভিযোগে উল্লেখ করেছেন, হাইকোর্ট থেকে মো. বাবুল হোসেনের জামিন মঞ্জুর হয় গত ২০ জুলাই; কিন্তু জামিনের সার্টিফাই কপি হাতে না পাওয়ার কারণে আমরা তাকে জেল থেকে মুক্ত করতে পারিনি। আমরা হাইকোর্টের আদেশ বুধবার সকাল সাড়ে ৯টায় ডাকযোগের মাধ্যমে প্রাপ্ত হই। ততক্ষণে আমার ভগিনীপতি মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম