Logo
Logo
×

সারাদেশ

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:১৯ পিএম

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স ৯০ বছর।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, জানুয়ারি থেকে করোনার চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজসংলগ্ন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে ১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত জানুয়ারি থেকে ৭৬৬টি পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩০ জন। তবে বর্তমানে সিলেটের কোনো হাসপাতালে করোনা রোগী ভর্তি নেই। আক্রান্তরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম