দেশের সমৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করেন নুরুল ইসলাম
কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যমুনা টেলিভিশন ও যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের সমৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান মামুন।
এ সময় তিনি বলেন, একজন সফল শিল্পোদ্যোক্তা এবং সফল মানুষ নুরুল ইসলাম। যার শিল্প সৃষ্টির কারণে সারা দেশে অসংখ্য যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন।
বুধবার দুপুর ২টায় জরুন দক্ষিণ এলাকার একটি মাদ্রাসায় যুগান্তর স্বজন সমাবেশ কাশিমপুর থানা শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুগান্তর স্বজন সমাবেশ কাশিমপুর থানা শাখার সভাপতি সিরাজুল করিম আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক যুগান্তরের কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাশিমপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, কোনাবাড়ী থানা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. জালাল উদ্দিন, মহিবুল আলম মহি মেম্বার, মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি তারিকুল জুয়েল, বাংলাদেশ সমাচার পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি নাসিমা আক্তার রেনু, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আইনাল হোসেন, কোনাবাড়ী থানা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, জাকারিয়া সরকার হিমেল, কোনাবাড়ী থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য আজিজ মোল্লা, দেলোয়ার হোসেন কোনাবাড়ী থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রায়হান, ৮নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন, গাজীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, সাংবাদিক সাহিন আলম, সাংবাদিক আসাদুজ্জামান লিয়ন, সাংবাদিক হাসমতসহ সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনার পর তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
