|
ফলো করুন |
|
|---|---|
দেশের দক্ষিণাঞ্চলের প্রখ্যাত তবলাবাদক শ্রী রঞ্জন কুমার ভৌমিক বুধবার (২৩ জুলাই) সকালে ঝিনাইদহের কোরাপাড়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারে চলছে শোকের মাতম।
খবর পেয়ে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা ছুটে আসেন তার বাসভবনে। কান্নায় ভেঙে পড়েন তারা। শ্রী রঞ্জন কুমার ভৌমিক ঝিনাইদহ শিল্পকলা একাডেমির স্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অসংখ্য গুণীশিল্পী গড়ে উঠেছে তার হাতে। অনবদ্য তবলার তালে মাতিয়েছে গোটা জনপদ।
অঙুর নাট্য একাডেমিসহ বিভিন্ন সংস্কৃতিক প্রতিষ্ঠানে তবলার শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেছিলেন তিনি। মৃত্যুর খবর পেয়ে একনজর দেখার জন্য ছুটে এসেছেন বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ গণমাধ্যমের শিল্পীরা।
বিকালে ঝিনাইদহ মহিশাকুন্ডু মহাশ্মশানে মহান এই শিল্পীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। চার ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন- জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, অঙুর নাট্য একাডেমির পরিচালক নাজিম উদ্দিন জুলিয়াস, বাংলাদেশ টেলিভিশনের কন্ঠশিল্পী রাত্রী, ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারী প্রমুখ।
