Logo
Logo
×

সারাদেশ

যুবদল নেতা হত্যায় ২ আইনজীবী কারাগারে

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম

যুবদল নেতা হত্যায় ২ আইনজীবী কারাগারে

সাতক্ষীরায় যুবদল নেতাকে হত্যার এক মামলায় দুই আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) সকালে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন, আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান।

ঘটনা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা যুবদল নেতা আবিদ হাসানকে নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে শ্যামনগরে নিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত যুবদল নেতার চাচাতো ভাই মোনায়েম হোসেন ভাই হত্যার বিচার চেয়ে সাতক্ষীরা আদালতে ৩৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে মামলা করেন।

এ মামলায় কারাগারে পাঠানো দুই আইনজীবীসহ আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নেন। বুধবার নিম্ন আদালতে আসামিদের মধ্যে আওয়ামী লীগ নেতা সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন, আওয়ামী লীগ নেতা সাবেক অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম