Logo
Logo
×

সারাদেশ

ডাক্তারকে ছুরিকাঘাত করে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম

ডাক্তারকে ছুরিকাঘাত করে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা

সুনামগঞ্জ পৌর শহরের আনিসা হেলথকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্তব্যরত চিকিৎসককে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিনের প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- শৃঙ্খলা ভঙ্গের সু-নির্দিষ্ট  অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হলো। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

এ ব্যাপারে বুধবার ক্লিনিক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকালে অভিযুক্ত রায়হান উদ্দিন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করাতে আনিসা হেলথকেয়ারে নিয়ে আসেন। তিনি সিরিয়াল ভেঙে স্ত্রীকে আগে আলট্রাসনোগ্রাম করাতে চাইলে চিকিৎসক গোলাম রব্বানী সোহাগ অসম্মতি জানান। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে ক্লিনিকের মালিকপক্ষের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হলে রায়হান উদ্দিন আলট্রাসনোগ্রাম করিয়ে স্ত্রীকে নিয়ে চলে যান।

ক্লিনিকের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকাল ৪টা ৩ মিনিটের দিকে রায়হান উদ্দিন ছাত্রদল নেতা শাহনেওয়াজ মুবিনকে সঙ্গে নিয়ে আবার ক্লিনিকে আসেন এবং আলট্রাসনোগ্রাম কক্ষের দিকে এগিয়ে যান। এর কিছুক্ষণ পরেই অপেক্ষারত রোগী ও তাদের স্বজনদের দৌড়ে কক্ষ থেকে বের হতে দেখা যায়।

আলট্রাসনোগ্রাম কক্ষের আয়া পপি বেগম বলেন, বিকাল ৪টার দিকে দুইজন যুবক ডাক্তারের কক্ষে ঢুকার পর চেয়ারে বসেন। এ সময় রায়হান উদ্দিনের সঙ্গীয় যুবক ডাক্তারকে বলেন, আপনে যদি আমার ভাইরে সরি বলেন, তাহলে ঘটনা শেষ। ডাক্তার সরি বলতে রাজি না হওয়ায় দুজন চেয়ার থেকে ওঠে ডাক্তারকে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় ডাক্তারের চিৎকার শুনে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। ততক্ষণে ডাক্তার গোলাম রব্বানী উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আনিসা হেলথকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকদের পক্ষে রুহুল আমিন বাদী হয়ে বুধবার স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিনকে প্রধান আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মামলা রুজু করেছেন।

সদর থানার ওসি আবুল কালাম বুধবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, কর্তব্যরত ডাক্তারের ওপর হামলার ঘটনায় ক্লিনিক পরিচালক রুহুল আমিন বাদী হয়ে মামলা করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম