Logo
Logo
×

সারাদেশ

কচুর লতি তুলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৭:৫২ পিএম

কচুর লতি তুলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে ইছাক (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে কচুর লতি তুলতে গেলে এ ঘটনা ঘটে।

মৃত ইছাক গাভারকান্দা গ্রামের ফজু রহমানের ছেলে। সে গাভারকান্দা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইছাক বাড়ির সামনের জমিতে কচুর লতি তুলতে যায়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে আকস্মিক বজ্রপাতে আহতে হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান, আসমা ইউনিয়নে গাভারকান্দা গ্রামে বজ্রপাতে শিশু নিহতের ঘটনাটি আমি শুনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম