Logo
Logo
×

সারাদেশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে গলা কেটে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে গলা কেটে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

ছবি: যুগান্তর

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক নারীকে গলা কেটে হত্যার অপরাধে রাসেল মিয়া (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া পূর্বধলা উপজেলার পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

নিহত লিপি আক্তার একই গ্রামের বিজিবি সদস্য আজিজুল ইসলামের স্ত্রী।

রায়ের বিবরণে জানা গেছে, স্বামী বিজিবিতে চাকরি করার কারণে লিপি তার বোনের সঙ্গে পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামে বসবাস করতেন। রাসেল তার বোনের চাচাতো দেবর। তিনি লিপিকে প্রায় উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। বিষয়টি জানার পর লিপির স্বামী রাসেলের মা-বাবা ও বড় ভাইকে জানান। এর জেরে রাসেল মিয়া প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকেন। ২০২০ সালের ৪ অক্টোবর রাত আড়াইটার দিকে লিপি তার ছেলেকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় রাসেল কৌশলে লিপির ঘরে ঢুকে অ্যান্টিকাটার দিয়ে তার গলার শ্বাসনালী কেটে দেন। এতে লিপির মৃত্যু হয়। এ ঘটনায় লিপির বড়বোন ফেরদৌসী আক্তার বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারের পর আদালতে অপরাধ স্বীকার করেন রাসেল। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক রাসেলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ষোষণার সময় রাসেল আদালতে উপস্থিত ছিলেন

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেমআর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম