Logo
Logo
×

সারাদেশ

ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেফতার হত্যা মামলার আসামি

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম

ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেফতার হত্যা মামলার আসামি

নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলায় অভিযুক্ত অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। রোববার (২০ জুলাই) তাকে দেশে আনা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নরসিংদী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এসএম মোস্তাইন হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের শেষদিকে নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়াসহ অন্য দুজন। এরপর গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে মারা যান বর্ষীয়ান রাজনীতিবিদ হারুনুর রশিদ খান। মৃত্যুর আগেই এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

২০২৩ সালের ২৩ জুন এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে মহসিন দুবাই পালিয়ে চলে যায়। ২০ জুলাই ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনে পুলিশ। ২১ জুলাই আদালতে সোপর্দ করলে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম