‘বিচার না পেলে স্ত্রী-সন্তান নিয়ে আত্মহত্যা করব’
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের বোয়ালমারীতে চাঁদা না পেয়ে এক চা দোকানির স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা এবং মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী চা বিক্রেতা।
তিনি অভিযোগে বলেছেন, ‘বিচার না পেলে আমি স্ত্রী-সন্তানসহ আত্মহত্যা করব।’
ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পূর্ব মোড়া গ্রামের জগেশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস ও তার স্ত্রী মিলে একটি চা ও মুদি দোকান চালান। দোকানটিতে স্থানীয় কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক আড্ডা দিতে আসতেন এবং জয়ন্তের অনুপস্থিতিতে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে দুষ্কৃতকারীরা ইটপাটকেল ছুড়ে, দরজা ও টিনের বেড়ায় আঘাত করে। রাত দেড়টার দিকে দোকান খোলার জন্য করাঘাত করলে জয়ন্ত প্রতিবেশীকে ফোন করে ডেকে আনেন। এ সময় অভিযুক্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে মারধর করে এবং হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে কয়েকজন তাকে টেনেহিঁচড়ে বাইরে বের করে শ্লীলতাহানির চেষ্টা করে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়। তারা বলেন, ৫০ হাজার টাকা দিলে তবেই তালা খুলে দেব।
জয়ন্ত বিশ্বাস জানান, অনেক দিন ধরেই তারা চাঁদা দাবি করে আসছে, আমার স্ত্রীর দিকে কুনজর দিয়েছে, এসব নিয়ে গ্রামে সালিশও হয়েছে। এবার তো আমার স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করল। আমি থানায় অভিযোগ করেছি। বিচার না পেলে আমি আমার পরিবারসহ আত্মহত্যা করব।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান যুগান্তরকে বলেন, অভিযোগ পেয়েছি। মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
