Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলাম লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম

নুরুল ইসলাম লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন

দিনাজপুরের হিলিতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক যুগান্তরের হাকিমপুর উপজেলা প্রতিনিধির আয়োজনে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে হাকিমপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে হাকিমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুগান্তরের হাকিমপুর উপজেলা প্রতিনিধি মো. আব্দুল আজিজ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকরা। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি ও এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক করতোয়ার হিলি প্রতিনিধি ডা. আলতাব হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার হিলি প্রতিনিধি রমেন বসাক, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, বৈশাখী টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির, সময় টিভির হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, ইন্ডিপেডেন্ট টেলিভিশনের হিলি প্রতিনিধি সাজ্জাদ হোসেন, মাছরাঙ্গা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজী, আমাদের সময় পত্রিকার হিলি প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সমকালের হিলি প্রতিনিধি মুসা মিয়া, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হিলি প্রতিনিধি মোকছেদুল মমিন মোয়াজ্জেম, সিনিয়র সাংবাদিক অজয় কুমার মানী এবং দৈনিক নিরপেক্ষ পত্রিকার হিলি প্রতিনিধি ইমরুল কায়েস সোহেলসহ হিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা। 

পরে দোয়া শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম