Logo
Logo
×

সারাদেশ

চাপাতির কোপে বড় ভাই নিহত ছোট ভাই আহত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম

চাপাতির কোপে বড় ভাই নিহত ছোট ভাই আহত

রাজশাহীর পবা উপজেলায় হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই গোলাম আজম (৩০)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আমিরুল ইসলাম ও আহত গোলাম আজমের বাবার নাম সিরাজুল ইসলাম।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের জখম আছে। আমিরুলের শরীরের বিভিন্ন স্থানে হাঁসুয়া ও চাপাতির আঘাত রয়েছে।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শুনেছি নিজেদের ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে সেটা জানি না। আমি ইতোমধ্যে পুলিশ পাঠিয়েছি, নিজেও যাচ্ছি। যাওয়ার পরে বিস্তারিত বলতে পারব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম