Logo
Logo
×

সারাদেশ

পীরগঞ্জে নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

Icon

পীরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১১:০৯ পিএম

পীরগঞ্জে নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

ছবি: যুগান্তর

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে পীরগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

যুগান্তরের পীরগঞ্জ প্রতিনিধি বুলবুল আহাম্মেদের উদ্যোগে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বৃহস্পতিবার বিকালে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এ আয়োজন করা হয়।

এ সময় মোনাজাতে অংশ নেন- পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও সহ-সভাপতি ফজলুল কবীর ফকির, যুগান্তরের পীরগঞ্জ প্রতিনিধি বুলবুল আহাম্মেদ, ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন মিষ্টার, সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজা, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুল ইসলাম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিরা।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম