|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের মুলাদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের নন্দীরবাজারে আগুনে দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুলাদী থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্যবসায়ী জানান, ব্রিটিশ আমলের পুরোনো নন্দীরবাজারের ব্যবসায়ীদের অনেক মালামাল ছিল। রাতে আগুন লাগায় কোনো ব্যবসায়ী দোকান থেকে মালামাল বের করতে পারেননি। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগে ২৭টি দোকান পুড়ে যায়।
বাজারের ব্যবসায়ী নিজাম হাওলাদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে একবার বিদ্যুৎ চলে যায়। রাত আড়াইটার দিকে বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে শাহীদ প্যাদার মুদি দোকানে আগুন লাগে। মুদি দোকানে ডিজেল ও কেরোসিন থাকায় আগুন মুহূর্তের মধ্যে পুরো বাজারের দুই গলিতে ছড়িয়ে পরে। পরে মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেওয়া হয়। রাত ৩টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান কামরুল আহসান বলেন, রাতে আগুন লাগায় ব্যবসায়ীদের দোকানের সব মালামাল পুড়ে গেছে। আগুনে নিজাম হাওলাদারের মুদি ও তৈলের দোকানের ১৫ লাখ, সালাহ উদ্দীনের ফার্মেসির ২০ লাখ, আলাউদ্দীনের ৩ লাখ, আতাহার শরীফের ২ লাখ, রফিকুল ইসলামের ৪ লাখ, খোকন হাওলাদারের ৩ লাখ, জাকির হোসেনের ৩ লাখসহ ২৭ ব্যবসায়ীর কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নূরুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে এবং বাজারে কয়েকটি দোকানে দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে।
