কচুয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১১:৫৪ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার ফতেবাপুর ও সাজিরপাড় গ্রামে এ ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলো- উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোফরান
উদ্দিনের দেড় বছর বয়সি মেয়ে ফাইজা আক্তার ও সাজিরপাড় গ্রামের মো. হুমায়ুন করিবের মেয়ে
হুমাইরা আক্তার (৩)।
জানা গেছে, শনিবার বিকালে ফতেবাপুর গ্রামের বাসিন্দা গোফরান উদ্দিন মেয়ে
ফাইজাকে নিয়ে বাড়ির পাশেরে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে গোফরানের অগোচরে তার মেয়ে
পুকুরে পড়ে যায়। এতে ডুবে এ শিশুর মৃত্যু হয়। পরে বুঝতে পেরে অনেক খোঁজাখুঁজির পর লাশটি উদ্ধার
করে নিহতের পরিবার।
একই সময়ে সাজিরপাড় গ্রামের মো. হুমায়ুন করিবের মেয়ে হুমাইরা খেলার ফাঁকে
পুকুরে পরে যায়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায়
এ শিশুর নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে যাচাই-বাছাইয়ের
পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।
