Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

Icon

কুমিল্লা ব্যুরো ও মুরাদনগর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম

কুমিল্লায় বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

কুমিল্লায় মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদা খাতুনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পুলিশ এবং আদালত সূত্র জানায়, গত ২৫ মার্চ জেলার মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের ওপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

এ সময় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। বাকিরা উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে রোববার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন।

এ সময় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদা খাতুন জামিন নামঞ্জুর করে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক দল নেতা মুজিবুর রহমানসহ ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বিএনপির আইনজীবী অ্যাডভোকেট নাছির উদ্দিন জানান, রোববার ১৩ বিএনপি নেতাকর্মী জামিন চাইতে এলে তাদের কারাগারে পাঠানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম