Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ মহিলা লীগের নেত্রী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ মহিলা লীগের নেত্রী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিনকে মাদকদ্রব্যসহ দুজনকে  আটক করেছে যৌথবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা মেম্বার নিলুফা ইয়াসমিনের (৪৫) বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে ৯৬ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো (খ-১৪-০১৫৪), দুটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৮শ টাকা জব্দ করে। এ সময় তার সহযোগী সাব্বিরুল আলমকেও (৪০) গ্রেফতার করা হয়।

অভিযানকালে নিলুফা ইয়াসমিনের স্বামী মাদককারবারি মিনার মিয়া কৌশলে পালিয়ে যায়।

বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম