টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১১:০৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধারে কাজ চালাচ্ছেন টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা।
তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান, রোববার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। ম্যানহোল থেকে ওই নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর পাঠান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ম্যানহোলের ভেতর ঘণ্টাব্যাপী নিখোঁজ নারীর সন্ধান চালানো হচ্ছে। ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছেন।
