Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় নিজ বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৩:০৯ এএম

চকরিয়ায় নিজ বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় নিজের বাড়ি থেকে আবদুর রহিম (৬৪) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার সন্ধ্যার দিকে নাতি আদিবুর রহমান তুহিন (৭) মাদ্রাসা থেকে বাড়িতে এসে নানার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বাড়িতে এসময় কেউ ছিলনা।

 উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ছায়রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে। তিনি একসময় প্রবাসী ছিলেন।

চকরিয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যার রহস্য উদঘাটন করে আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম