Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেফতার

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেফতার

খুলনার পাইকগাছার কপিলমুনি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও একই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুস আলী মোড়লকে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গ্রেফতার করেছে।

ইউনুস আলী মোড়ল কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। তিনি ৫নং ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য ও একই সঙ্গে কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার চেয়ারম্যান পদ হারালে তার স্থলে প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। তার নামে রয়েছে একাধিক নাশকতা মামলা। এ কারণে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদে রোববার বিকাল ৪টার দিকে ভোমরা স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন থেকে ইউনুস আলী মোড়লকে গ্রেফতার করা হয়।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন। থানা পুলিশ ভোমরা বন্দর থেকে তাকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়ায় পাইকগাছা থানায় নিয়ে আসে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম