Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:২০ পিএম

ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসন এবং সিভিল সার্জন অফিসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় সার্জারি, গাইনি, মেডিসিন ও নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন এবং রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া প্রেসার মাপা, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম