Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ সোমবার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম

গাজীপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ সোমবার

বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে সোমবার গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা।

এ উপলক্ষে সোমবার (২৮ জুলাই) দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী ও এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা গাজীপুরের কালিয়াকৈর হয়ে মাওনা অতিক্রম করে জয়দেবপুর রাজবাড়ী মাঠে বিকাল ৪টায় সমবেত হবেন এবং সেখানে ভাষণ দেবেন।

আয়োজকরা জানান, এনসিপির গাজীপুর জেলা ও মহানগর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ সমাবেশে লাখো মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

পদযাত্রা ও সমাবেশ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও অ্যাডভোকেট আলী নাসের বলেন, আওয়ামী লীগ এখন একটি ডেড ইস্যু ও ইতিহাসের ডাইনোসরে পরিণত হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো বড় ধরনের হুমকি নেই। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মহসিন উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি নবজাগরণের বার্তা। ৭১-এর অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র উপহার দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

গাজীপুরবাসীসহ দেশের সর্বস্তরের নাগরিকদের পদযাত্রায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম