|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে কিবরিয়া আহমেদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার কিবরিয়া জৈন্তাপুর উপজেলার বিরাখাই গ্রামের বাসিন্দা।
জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কিবরিয়া একজন মুদি দোকানদার। গত শনিবার শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে কিবরিয়া তার দোকানে নিয়ে যান। পরে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি ওই শিশু পরিবারে জানালে তার বাবা জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ রোববার আসামি কিবরিয়া আহমেদকে গ্রেফতার করে।
