Logo
Logo
×

সারাদেশ

বাবার ভ্যান নিয়ে রোজগারে বেরিয়ে ফিরলেন গলাকাটা লাশ হয়ে

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৪:৫০ পিএম

বাবার ভ্যান নিয়ে রোজগারে বেরিয়ে ফিরলেন গলাকাটা লাশ হয়ে

রংপুরের তারাগঞ্জে ইফরান রহমান বাবু (১৩) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কুশা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত বাবু উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট দামোদরপু পন্ডিতপাড়া গ্রামের ভ্যান চালক শফিকুল ইসলামের ছেলে।  সে বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বাবুর বাবা শফিকুল অসুস্থ হয়ে যান।  স্কুল থেকে বাড়ি ফিরে রোজগারের আশায় বাবার ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন বাবু।  রাত ১০টার পরেও বাবু ভ্যান নিয়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। তবে, তারা এ খুদে শিক্ষার্থীর হদিস পায়নি।

মঙ্গলবার সকালে লোকমুখে উপেজলার কুশা ইউনিযনের ঘনিরামপুর বুড়াপীর এলাকায় একজনের গলাকাটা লাশ পড়ে আছে জানতে পরে পরিবারের লোকজন। তারা সেখানে বাবুকে শনাক্ত করে।

তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম