দোকানের সিঁড়ির উপর সন্তান প্রসব
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৮:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অচেনা অজানা পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন। খুলনার পাইকগাছার পৌর সদরের প্রধান সড়কের পাশে এক দোকানের সিঁড়ির উপর সন্তান প্রসব করেন তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই ২.৬ কেজি ওজনের ফুটফুটে সন্তান প্রসব করেন ওই মানসিক ভারসাম্যহীন নারী।
উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে পৌরসভার ৫নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এসএম সাউন্ডের দোকানের সিঁড়ির উপর সন্তান ভূমিষ্ঠ হয় তার। এ সময় তার পাশে কেউ ছিল না। তবে সন্তান ভূমিষ্ঠকালে ওই নারীর চিৎকার ও ছটফটানি দেখে কাছে যান ব্যবসায়ী লাবু। এ সময় পথচারী এক গ্রাম্য চিকিৎসক আব্দুল হালিম সদ্যভূমিষ্ঠ কন্যাশিশু ও প্রসূতি মাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবার ব্যবস্থা করেন।
এদিকে হাসপাতালের বেডে মা ও সন্তানকে এক জায়গায় রাখলে শিশুটিকে চেপে চেপে ধরার চেষ্টা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মা ও শিশুকে আলাদা জায়গায় রেখেছে।
হাসপাতালের চিকিৎসক ডা. শাকিলা আফরোজ বলেন, মা ও শিশু সুস্থ আছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, বিষয়টি শুনে হাসপাতালে গিয়ে দেখে-শুনে কি করা যায় ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কিনা। সেটা সম্ভব না হলে সরকারিভাবে যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি।
