জুতা ব্যবসায়ীকে গুলি করে হত্যা: ২ জনকে যাবজ্জীবন, ৬ জনের জেল
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী ইউছুপ ভূঁঞা টিপুকে (২৮) গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
মঙ্গলবার দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন। মামলায় আরও ৬ জনকে দশ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফেনী জেলার সোনাগাজী উপজেলার মরকোটা গ্রামের ডা. আবুল হাসেমের ছেলে মেহেদী হাসান জামশেদ (২১) ও একই উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের ফজলুল হক পালক পিতা মনির আহাম্মদ ডিলারের ছেলে শহীদুল ইসলাম মাসুদ মাসুম (৩২)।
এছাড়া দশ বছর করে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- ফেনী সোনাগাজী উপজেলার চান্দলা পাটোয়ারী বাড়ির আবুল কালামের ছেলে জসিম উদ্দিন পাটোয়ারী, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা (ধানছা) গ্রামের আ. হালিমের ছেলে জামাল হোসেন মানিক ও ধোরকড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে একরামুল হক মিলন, নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের রুহুল আমিন ওরফে রুহুইল্যা চোরার ছেলে ইব্রাহিম প্র. বড় মিয়া, ফেনী সোনা গাজী উপজেলার সহদিয়া গ্রামের রবিউল হক পালক পিতা দুলাল মিয়ার ছেলে আলাউদ্দিন তোতা ও চট্টগ্রাম মীরশ্বরাই উপজেলার পশ্চিম সোনাই গ্রামের মুজাফফর হোসেনের ছেলে শাহাবুদ্দিন। দণ্ডপ্রাপ্ত সব আসামিই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৬ মে দিবাগত রাত ২টার দিকে ভিকটিম ইউছুপ ভূঁঞা প্র. টিপু (২৮) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওতপেতে থাকা ডাকাত দল তাকে জাপটে ধরে ফেলে এবং গুলি করে মেরে পালিয়ে যায়।
এরপর টিপুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার তারা শাইল গ্রামের যৌবন আলীর ছেলে নিহতের বাবা মোহাম্মদ আলী (৭৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন।
