Logo
Logo
×

সারাদেশ

কাপ্তাই হ্রদে মাছ ধরা যাবে রোববার থেকে

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৯:১৯ পিএম

কাপ্তাই হ্রদে মাছ ধরা যাবে রোববার থেকে

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি রাঙামাটির কাপ্তাই হ্রদে রোববার (৩ আগস্ট) থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। এদিন থেকে হ্রদে মাছ আহরণ করা যাবে।

হ্রদে তিন মাস মাছ আহরণ বন্ধ রাখার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।

জেলা প্রশাসন জানিয়েছে, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে ১ মে থেকে তিন মাসের জন্য মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হওয়ায় ২ আগস্ট মধ্যরাত থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দায়িত্বশীল কর্তৃপক্ষ, ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ৩ আগস্ট সকাল ৬টা থেকে হ্রদের মাছ আহরণ, পরিবহণ ও বিপণন করা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম