বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফসলের জমিতে হাল চাষের সময় বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে মজলু মিয়া ( ৬৭) ও মো. শাহাবুদ্দিন (৭০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুলিয়ারচর উপজেলার পৌর সদর ও রামদী ইউনিয়নের সীমান্তবর্তী তারাকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই প্রতিবেশী কৃষক পাওয়ার টিলার নিয়ে বাড়ির পাশের নিজ জলাবদ্ধ ফসলের খেতে হালচাষ করতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার অন্য লোকজন নিজেদের জমি দেখতে গিয়ে মজলু মিয়া ও সাহাবুদ্দিনকে ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাদের নিরাপদ কায়দায় উদ্ধার করে আশপাশের লোকজন ও স্বজনেরা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে প্রথম একজন বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হলে অন্যজন তাকে উদ্ধারে গিয়ে নিজেও জড়িয়ে পড়েন। এ ঘটনা হয়তো জমিতে হালচাষ করতে যাওয়ার পরপরই ঘটেছে।
