এলজিইডি অফিসে দুই ঠিকাদারের মারামারি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর বাউফল এলজিইডি অফিসে দুই ঠিকাদারের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অসীম নামের এক ঠিকাদার আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যৌথভাবে উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ নির্মাণ কাজ করছেন অসীম, মাইনুল ও রুহুল আমিন নামের ৩ জন ঠিকাদার। দুপুরে এলজিইডির সার্ভেয়ার জহিরুল ইসলামের কক্ষে বসে ভাগবাটোয়ারা ও সাইটের বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন অসীম ও রুহুল আমিন। একপর্যায়ে তারা হাতাহাতি শুরু করেন। পাশের রুম থেকে মাইনুল এসে বিরোধে জড়িয়ে পড়েন।
এ সময় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা এসে তাদের নিবৃত্ত করেন। তখন অসীমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলজিইডি অফিসের কর্মকর্তারা।
এ বিষয় বক্তব্য জানার জন্য অসীম ও রুহুল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।
এলজিইডির সার্ভেয়ার জহিরুল ইসলাম বলেন, আমি কম্পিউটারে কাজ করছিলাম হঠাৎ উভয়পক্ষ তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। পরে আমরা নিবৃত্ত করি।
বাউফল এলজিইডির উপসহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, অফিসে ঠিকাদাররা মারামারি করেছেন। এতে অফিসের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দ্রুত নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসার জন্য বলা হয়েছে।
