Logo
Logo
×

সারাদেশ

বেনাপোল স্থলবন্দরের ৪০ আনসার সদস্যকে বদলি

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:০৫ এএম

বেনাপোল স্থলবন্দরের ৪০ আনসার সদস্যকে বদলি

বেনাপোল স্থলবন্দরের ৪০ আনসার সদস্যকে বদলি করা হয়েছে। ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বদলি করা হয়।

বেনাপোল বন্দরের আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরবর্তীতে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে।

গত ২৮ জুলাই যমুনা টিভিতে ট্রাকচালকদের কাছ থেকে আনসার সদস্যদের ঘুস নেওয়ার একটি প্রতিবেদন প্রকাশিত হয়।  ওই প্রতিবেদনে বলা হয়, বন্দরে ট্রাক প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিসের নামে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা আদায় করা হয়। ‘বেনাপোল স্থলবন্দরে রক্ষকই যেন ভক্ষক’ শিরোনামে সংবাদটি প্রচারের পরই নড়েচড়ে বসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এর জেরে প্রথম ধাপে ৪০ আনসার সদস্যকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম