Logo
Logo
×

সারাদেশ

ডাইং মেশিনের গরম পানিতে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০১:০১ পিএম

ডাইং মেশিনের গরম পানিতে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকায় কারখানায় কাজ করতে গিয়ে ডাইং মেশিনের গরম পানিতে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই শ্রমিকের নাম আব্দুল কুদ্দুস (১৯)।  তিনি কুড়িগ্রামের চিলমারী থানার রমনা মিস্ত্রিপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।  কুদ্দুস ভাদাম ভাকরাল এলাকায় আলী আকবরের বাড়িতে ভাড়ায় থেকে তামিশনা গ্রুপের ইটাফিল এক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠানে বাইং সহকারী অপারেটর পদে চাকরি করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুদ্দুস ছয় মাস ধরে ওই কারখানায় চাকরি করতেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ডিউটি করার সময় ডাইং মেশিনের মুখ খুলে হঠাৎ গরম পানি বের হয়ে কুদ্দুসের পুরো শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়ার জন্য বলা হয়। পরে কুদ্দুসকে ঢামেকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

এ ঘটনায় মৃতের বোন আলো আকতার বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

টঙ্গী পশ্চিম থানার এসআই মো. আসাদুজ্জামান বলেন, প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা  হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম