Logo
Logo
×

সারাদেশ

যাত্রীছাউনিতে পড়ে ছিল বৃদ্ধের লাশ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম

যাত্রীছাউনিতে পড়ে ছিল বৃদ্ধের লাশ

পটুয়াখালীর বাউফলে যাত্রীছাউনি থেকে সুভাষ চন্দ্র শীল (৭৬) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আফছারের গ্যারেজ বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে লাশটি উদ্ধার করা হয়।

সুভাষ চন্দ্র শীল ঝালকাঠির নলছিটি উপজেলার স্বরমহল গ্রামের রাখাল চন্দ্র শীলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে পটুয়াখালী সদর উপজেলার ভায়লা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার আফছারের গ্যারেজ এলাকায় রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়েন সুভাষ শীল। এ সময় গ্রামবাসী তাকে ওই যাত্রী ছাউনির মধ্যে নিয়ে যান। এরপর থেকে যাত্রী ছাউনির মধ্যেই ছিলেন তিনি। বুধবার ভোরে তাকে মৃত অবস্থায় দেখে পুলিশকে জানান স্থানীয়রা।  পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম