Logo
Logo
×

সারাদেশ

কুরিয়ারের পার্সেলে ফেনসিডিলের চালান

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম

কুরিয়ারের পার্সেলে ফেনসিডিলের চালান

সিলেটে কুরিয়ার সার্ভিসের পার্সেলের ভেতর কৌশলে মাদক পাচার করতে গিয়ে শেষ রক্ষা হলো না। র‌্যাবের হাতে ধরা পড়ল ফেনসিডিলের চালান। এ সময় গ্রেফতার করা হয়ে ৩ জনকে। এছাড়া পৃথক অভিযানে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় তিনজন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কুশিয়ারা গ্রামের মো. মোতালিবের ছেলে মো. আরমান, শাসনের বাগ গ্রামের মুজাম্মেল হোসেনের ছেলে মো. নাদিম মিয়া, মো. নান্নু মিয়ার ছেলে মো. ইমন।

তারা মাদকের চালান পার্সেল করতে এসেছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের সঙ্গে থাকা প্লাস্টিক বস্তার ভেতর থেকে আন্ডারওয়্যার ও বাচ্চাদের পায়জামায় বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে একই রাতে দক্ষিণ সুরমা থানা পুলিশ ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. নজরুল ইসলাম গোয়াইনঘাটের মাতুরতল, মনাইকান্দি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

তাছাড়া একই দিন অনৈতিক কাজের অভিযোগে নগরীর মিরাবাজারের আবাসিক হোটেল জাহানে অভিযান চালিয়ে এক নারীসহ ৩ জনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন, হুমায়ুন রশিদ, দেবেশ রঞ্জন চৌধুরী ও এক নারী। এদের মধ্যে দেবেশ রঞ্জন চৌধুরী হোটেলের ম্যানেজার।

দুটি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নির্দিষ্ট আইনে মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম