Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে শহীদ পরিবারের সঙ্গে খাবার খেলেন এনসিপি নেতারা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৯:০৫ পিএম

নরসিংদীতে শহীদ পরিবারের সঙ্গে খাবার খেলেন এনসিপি নেতারা

দেশ গড়তে জুলাই পদযাত্রা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে তারা মিলিত হন জুলাই আন্দোলনে নরসিংদীর শহীদ পরিবারের সঙ্গে। সেখানে তারা একসঙ্গে দুপুরের খাবার খান ও শহীদ পরিবারের সদস্যদের কথা শোনেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নরসিংদী ক্লাবে মতবিনিময়কালে এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও সার্বিক খোঁজখবর নেন।

বিকাল সোয়া ৫টার দিকে নরসিংদীর জেলখানা মোড় থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি জেলখানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম