Logo
Logo
×

সারাদেশ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু

সম্প্রতি টানা বৃষ্টিতে উজান থেকে নামছে পাহাড়ি ঢল। এতে দ্রুত বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে হ্রদের পানিতে তলিয়েছে রাঙামাটির মনোরম ঝুলন্ত সেতুটি।

বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে পানির নিচে ডুবে গেছে রাঙামাটির এ ঝুলন্ত সেতু। দুর্ঘটনা এড়াতে পর্যটকসহ সর্বসাধারণকে সেতু দিয়ে পারাপারে বা হাঁটাচলায় নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স কর্তৃপক্ষ।

রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, বুধবার সকালে সেতুর পাটাতনে চার ইঞ্চির ওপর পানি উঠে গেছে। কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। বর্তমানে হ্রদে ১০৫ ফুট উপরে পানির উচ্চতা ছাড়িয়েছে। এর উচ্চতা ১০৬ ফুট হলেই সেতুটি গভীরে তলিয়ে যাবে। তাই পর্যটন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সর্বসাধারণকে সাময়িকভাবে সেতু দিয়ে পারাপার বন্ধ করে দিয়েছি। পানি সরে গেলে আবার সেতুটি চালু করে দেওয়া হবে। আমাদের এ সেতু আসলে অনেক পুরোনো। তাই আধুনিক মানের একটি সেতু নির্মাণে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো আছে।

জানা যায়, রাঙামাটি পর্যটন এলাকায় কাপ্তাই হ্রদের কারণে বিচ্ছিন্ন হওয়া দুটি বিপরীত পাহাড়কে সংযুক্ত করতে ১৯৮৬ সালে নির্মিত হয় ৩৩৫ ফুট দৈর্ঘ্যেরে ওই ঝুলন্ত সেতু। কিন্তু প্রতি বছর এ সময়ে হ্রদে পানি বেড়ে গেল সেতুটি পানির গভীরে তলিয়ে যায়। এতে সাময়িককালে বন্ধ হয়ে যায় সেতু দিয়ে পারাপার ও পদচারণা। ক্ষতি হয় পর্যটন খাতে সরকারের বিপুল রাজস্ব। তাই সেতুটির সংস্কার ও উন্নয়ন বা নতুন করে নির্মাণ দরকার বলে গুরুত্বারোপ সংশ্লিষ্টদের।

এদিকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র জানায়, সম্প্রতি বর্ষণে উজানের পানিতে কাপ্তাই হ্রদে দ্রুত পানি বাড়ছে। বর্তমানে হ্রদে পানির উচ্চতা ১০৫ ফুট বা এমএসএল (মীন সি লেভেল) অতিক্রম করেছে। রুককার্ভ অনুযায়ী হ্রদে এ সময়ে পানি থাকার কথা ৮৮ ফুট। হ্রদে পানি বাড়ায় রাঙামাটির নিচু এলাকা ডুবছে। তবে হ্রদে পানি বাড়ার কারণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদে ক্রমান্বয়ে পানি বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই হ্রদে পানি আরও বাড়বে। হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট। ১০৭ ফুট অতিক্রম করলে বিপৎসীমা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম