Logo
Logo
×

সারাদেশ

শিশুপুত্রকে কুপিয়ে খুন, বাবা আটক

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম

শিশুপুত্রকে কুপিয়ে খুন, বাবা আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ শিশুপুত্রকে কুপিয়ে খুন করায় পুলিশ ঘাতক বাবাকে আটক করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামে।

জানা যায়, বুধবার বিকালে ওই গ্রামের নূরুল আমিন (৩৫) তার শিশুপুত্র মোবারককে (১০) কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

এলাকাবাসী জানান, নূরুল আমিন দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। ইতোমধ্যে চিকিৎসা করে কিছুটা সুস্থ হলেও গত ৪-৫ দিন ধরে আবারও সে অসুস্থ হয়ে পড়ে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুত্রকে হত্যার দায়ে তার বাবাকে আটক করা হয়েছে। আটক নূরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম